২৭ জুলাই ২০২২ ছিল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক ফলাফল প্রকাশিত। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ প্রাথমিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় পরিকল্পনামন্ত্রী জনাব এম.এ. মান্নান, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফরহাদ হোসেন, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়, ড. শামসুল আলম, মাননীয় প্রতিমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয় এবং ড. আহমদ কায়কাউস, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সম্মানিত সচিব ড. শাহনাজ আরেফিন, এনডিসি মহোদয় স্বাগত বক্তব্য রাখেন এবং বিবিএসের মহাপরিচালক জনাব মো: মতিয়ার রহমান ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রাথমিক ফলাফল উপস্থাপন করেন জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রকল্প পরিচালক মোঃ দিলদার হোসেন এবং উন্মুক্ত আলোচনা সঞ্চালনা করেন ড. দিপংকর রায়, উপসচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ।